আরণ্যক টিটো

জন্ম জুন, ০৬, ১৯৭৭ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের পটিয়ায়, উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ীতে। (শৈশব, কৈশোর ও তারুণ্যের সময়যাপন) বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে। প্রকাশিত কবিতার বই — ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)। প্রকাশিতব্য বই— অর্দ্ধনারীশ্বরবাদ : প্রকৃতিপুরুষতত্ত্ব (নন্দনতত্ত্ব), বটতলার বয়ান (ভাষাতাত্ত্বিক গদ্য) ও উদ্ভিদপ্রতিভা (কবিতা)। কবিতা চর্চার পাশাপাশি সম্পাদনার কাজেও নিজেকে নিযুক্ত রেখেছেন তিনি। তিনি চারবাক ও প্রকৃতিপুরুষ নামক দুটি সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরণ্যক টিটোর তিনটা কবিতার অনুবাদ

 RIVERS CRYING Walking by the Green grassed curved field freely I hear the song of river never. Never, I understand the painful feelings of the River that’s why She crying by Surge Even I can’t understand her corrugated mind That’s why you have to know