নীলি চেরকোভস্কি

জন্ম লস্ এঞ্জেলেসে। ১৯৪৫ সালে। পড়াশুনা লস্ এঞ্জেলেস স্টেট কলেজে। প্রথম কবিতার বই বেরোয় ১৯৯৬ সালে। প্রকাশিত গ্রন্থগুলোর উল্লেখযোগ্য কয়েকটা হল জানোয়ার (১৯৯৬), সময়ের বিপরীত পাঠ (২০০৫) ক্যানিয়নের উজান থেকে (২০০৯), এবং কাক ও আমি (২০১৫)। নীলি, চার্লস বুকোওস্কির সাথে যৌথভাবে লস্ এঞ্জেলেসের কবিদের কবিতার সংকলন এবং বিল মোহ্র এর সাথে যৌথভাবে ক্রস-স্ট্রোকেস : লস্ এঞ্জেলেস এবং সানফ্রান্সিসকোর কবিদের কবিতার সংকলন সম্পাদনা করেছেন। অস্ট্রিয়া, তুরস্ক, মেক্সিকো এবং ইতালী থেকে নীলির কবিতার দ্বিভাষিক সঙ্কলন প্রকাশিত হয়েছে। এছাড়াও নীলি লিখেছেন চার্লস বুকোওস্কি এবং লরেন্স ফার্লেনহেট্টির জীবনী। ১৯৭৪ সাল থেকে নীলি সানফ্রন্সিসকোতে বসবাস করেছেন। গেলো বছর পেয়েছেন জ্যাক মুলার কবিতা পুরস্কার।

তোমার জন্য

তোমার চুলের জন্য বুনোফুল তৃণপ্রমা আর হয়ত একটা মৌমাছি চলে গেছে পাগলের মত কেবল একটা মৌমাছি হৈতে আমাদের কেউ কেউ প্রচুর মধু খুঁজে পেতে মাটীর হাঁড়ী হাতড়াচ্ছিল সাইকেডেলিক ধাঁধায় আমরা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে চলে এসেছি ৯০-এ তারার মেলায় ক্লান্তিকর সড়কে যেখানে কেউ আমাদের বিশ্বাস করে

একজন কবি

  একজন কবি নিশ্চিন্ত মনে ধীরপায়ে এগুলেন ২৬১ এভিনিউ ধরে মাথায় টুপী পরনে নিখুঁত পরিপাটি লিভাইস কবিই সর্ব্বৈব যিনি চেয়েছেন শুধুই কবি হৈতে আর বই বিক্রেতা হৈতে আর প্রকাশক হৈতে অন্য কবির শিল্পীর অনুবাদকের সেই একজন কবি যে লিখছে ১০০১ টা ভয়াবহ শব্দ ফিদেল কাস্ত্রোর

এগার সেপ্টেম্বর

এগার সেপ্টেম্বরে তুমি বিতাড়িত, বিলুপ্ত, সমাহিতপতিত গাছের নীচে, দিগন্ত উত্তোলিত গ্রামের কাছাকাছিপাহাড়ী আশ্রমের ঘণ্টাধ্বনিতেযেখানে তোমার বার বছর বয়সী কন্যার স্বপ্ন  উচ্ছেদ হচ্ছেবুকের ভেতর থেকে কবিতাসারি সারি বৃক্ষেরা সরে যাচ্ছে দৃষ্টির বাইরে এগার সেপ্টেম্বর হৃৎপিণ্ড তলিয়ে যেতে থাকেঘণ্টাধ্বনিতে, বয়ষ্ক পৃষ্ঠাগুলোর অনভিজ্ঞ পাঠেতাদের সম্মানে, যারা এসেছে আমাদের

বুদ্ধ

বুদ্ধ, তুমি কি পাথরের ওপর আসন গেড়ে বসেছিলে? গাছগুলো মেঘ ছুঁয়েছে বিস্তীর্ণ তৃণভূমী থেকে হরিণেরা খুঁটে নিচ্ছে ঘাস সূর্য্যালোকের অস্পষ্টরেখা ছুঁতে কিভাবে তুমি একটা হাত না বাড়িয়ে থাকতে পার? বুদ্ধ তোমার মাথার ভেতর যে দেবতা নড়েচড়ে ওঠেন, মহান যোদ্ধা যুদ্ধের আগে ধনুর্বাণ বাঁকা করতে চায়