বাংলা ভাষাতত্ত্বের নতুন দিগন্তে উদিত রবির প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি ॥ তুষার গায়েন
রবি চক্রবর্ত্তী রবি চক্রবর্ত্তী, বাংলা ভাষাতত্ত্বের প্রায় শতবর্ষস্পর্শী এক নিঃসঙ্গ বনস্পতি স্থানীয় সময়, ৩ জানুয়ারি ২০২৫-র মধ্যাহ্নে পাড়ি দিলেন অগস্ত্যযাত্রায়। ভারতের পশ্চিমবঙ্গ, হুগলি জেলার কোন্নগর শহর নিবাসী রবি চক্রবর্ত্তী (জন্ম: ২৪ অক্টোবর ১৯২৯) যাঁর জ্ঞান ও স্নেহসান্নিধ্যে আমি ধন্য হয়েছি ও সন্ধান পেয়েছি বাংলাভাষা-সংস্কৃতির অমৃতকুম্ভের—…