চর্যাপদের কবিতা (চতুর্থ কিস্তি) ॥ মজিব মহমমদ
২০১৫-১০-১২
ত্রিধারায় অনাহত শব্দ বাজে গর্জে ওঠে যেমন ঘন মেঘ তা শুনে ভয়ঙ্কর শয়তান লুটে নেয় সকল আবেগ পাগলা গনেশ তৃষ্ণার ঘোরে ছুটছে নিরন্তর উফ! গুলিয়ে ফেলে গগণ প্রান্তর পাপ পূণ্যের শিকল ছিঁড়ে বেরিয়ে আসা চাই আকাশজুড়ে মুক্তির বারতা এর তো বিকল্প নাই রসে রসে…