দেহতত্ত্ব

আট কুঠুরি নয় দরজা

— সমরেশ মজুমদারের একটি বইয়ের নাম “আট কুঠুরি নয় দরজা”। আট কুঠুরি নয় দরজা মানে কী, লিমন ভাই? : নীলা, প্রথমে একটি মজার কথা বলি, অনেক সময় প্রেসক্রিপশনে লিখতে দেখা যায়— Rx: Antazol nasal drop দুই ফোঁটা করে দুই নাকের ছিদ্রপথে দিনে ৩ বার —