বর্ষণতিথি ও অন্যান্য কবিতা ॥ মোস্তফা মহসীন
২০১৬-০২-০৮
বর্ষণতিথি বর্ষণতিথি; এ আষাঢ়েও তোমার আসা হৈল না! বেজেছ সংযমে— দূরত্বের স্বাদে ও সুগন্ধে; সম্পর্ক নিহত হবে বিষ্মরণে? হারিয়েছি প্রশান্তির পরিচয়পত্র শুস্কতার লংমার্চ্চে অতৃপ্ত আত্মায় মফস্বলী ধুলা নেচে নেচে আনে স্বৈরিণী বিরহ বর্ষণতিথি; এবেলা আরো উষ্ণ হোক তোমার রুপালী ব্যার্থতার…