অনিশ্চয়তা বনাম মুক্তবাজার অর্থনীতি— বিলবোর্ড, সবজান্তা-আমাশয় রোগী এবং পর্নোগ্রাফীর রঙ্গীন ভুবন : কবিতার ক্রমিক বিচ্যুতি… অতঃপর ॥ সাফির সাফিন
২০২০-০৫-২৮
০১ : ০১ আইনস্টাইনের সময় থেকে শুরু হয়ে চলে আসা অনিশ্চয়তাসূত্রটি চিন্তাজগতে বেশ সেঁটে বসেছে। বিজ্ঞান তাবৎ জগৎ সম্পর্কে শেষ কথাটি জানাতে একেবারেই অপারগ, স্থায়ী-নিশ্চিত কোনো কিছুই সে বলতে পারে না। ‘জগৎ সম্পর্কিত শেষ কথাটি আদতেই জানা সম্ভব নয় কোনো অবস্থায়, কখনোই’, আমরা প্রতিনিয়ত এক…