কবিতা : সময়ের ষড়স্তর ও অন্যান্য কবিতা

সময়ের ষড়স্তর তথ্য— জীর্ণ অন্ধকারের নির্ম্মল আলো, ধ্রুবজ্ঞান; শিশিরের শব্দের মত নির্ঝর বিন্দু বিসর্গ! কবিতা— চৈতন্য বিভোর অলীক ঘোর তানপুরায় বাজা নৈবদ্য সুর ও স্বর প্রেম— অভিন্ন আত্মার নৃত্য ঝঙ্কার, ঘুঙ্গুর পায়ে বেরিয়ে আসা সঞ্জীবিত প্রাণেশ্বর! বিরহ— অকুণ্ঠ হৃদয়ের আরাধ্য দাবানল, নিমিত্ত অঙ্গারে জ্বলেপুড়ে বিশুদ্ধ

কবিতা : দুইটা কবিতা

সহস্র উলুর স্বর হ্রেষা বেগে রক্তরাও ছুটছে টগবগে অবলীলায় পেরুচ্ছে খানাখন্দ, ঢাল দুর্মার আবেগে ভুলছো ভয় দৃষ্টিতেও থাকে সুরা, মদ্যময়-মাতাল। গেরিলার ডাকে প্রকম্পিত বন মেঘের কল্লোলে তারারা কাঁপে উত্তুঙ্গ শিরে চলছে শৌর্য্যের আয়োজন, বুকের খাপে নিশান্তের শিস কুহকের সুর বহ্নিতাপে ছেঁকে নিচ্ছ তীরের ফলা ভাবছ–