কবিতা : হ্রদের গল্প ও অন্যান্য কবিতা

শব্দ আঁকি টুকরা টুকরা দৃশ্যের বিশাল জীবন। তোমার নিদর্শন ছড়িয়ে আছে। ফুলের মত কুড়িয়ে সযত্নে রেখে দেই। প্রজাপতির রঙ্গীন পাখায় রঙের খেলা। আমার জীবন পুড়িয়ে উপলব্ধি করি তোমার প্রেম। মূলদ অমূলদের হিসাব মেলাতে পারিনি। সমীকরণের ফলাফল শেষে তোমায় পেয়েছি। ময়ুরের পালকের বৃত্তের রং ছড়িয়ে থাকে