স্বাতী চৌধুরী। জন্ম: ৬ নভেম্বর, ১৯৬৮, সুনামগঞ্জ জেলার মির্জাপুর গ্রামে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বাঙ্গালা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। দশম শ্রেণীতে পড়ার সময় থেকে লেথালেখি শুরু। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৫ টা। গল্পগ্রন্থ— গেরস্থের কন্যাবন্দী রাক্ষসপুরে, শ্রাবণ প্রকাশনী। সরোজিনীর সংগ্রাম ও একাত্তুরের গল্প (সাহিত্য প্রকাশ) উদ্বাস্তু (প্রকাশ) এবং করোনা ভাইরাস ও অন্যান্য জীবাণু (অনুপ্রাণন) উপন্যাস— বৃহন্নলা বাসের কাল (রিদম প্রকাশনী) আর একটা উপন্যাস দৈনিক সংবাদ সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে বেশ কয়েক বছর আগে।
স্বাতী চৌধুরী দীর্ঘদিন ধরে নারী আন্দোলন-এর সাথে যুক্ত। বাংলাদেশ মহিলা পরিষৎ (দ), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক। বর্ত্তমান বসবাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। এ যাবৎ প্রকৃতিপুরুষ-এ স্বাতী চৌধুরী-এর
1 টা লেখা প্রকাশিত হয়েছে।