কবিতা : সাম্পান ও অন্যান্য কবিতা

ঋক ঠিক দুপুরের আগে টোকা দেয়, অস্থির হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে সংহিতা স্বপ্নহার দুপুরের শেষ নেই সাঁকো-জোড়া এবং ভাঙ্গে গড়ে জোছনা ফিরে আসে বারবার লাউফুল উত্তাপে কিভাবে হেসে ওঠে তীক্ষ্ণ লোভে কিভাবে যেন ভেসে যায় নদীতে রাত তৃণাঙ্কুর পায়ে হাঁটে ময়ূর, জলস্রোত সোজাসোজি অথবা মিহি