গদ্য প্রবন্ধ : লাঙ্গল বান্ধব : কৃষি ও রাধাকৃষ্ণের কৃষিতাত্ত্বিক পরিচয়

পরমা প্রকৃতি জানে, পরমপুরুষে, লিঙ্গের কাহিনী জানে শিবের লাঙ্গল! অকর্ষিত মাঠে, ‘এই থিতি থিতি’ বোলে হালের বিছাল চষে হলরেখা, মাটির জনন!… শিল্প হলো অর্দ্ধনারীশ্বর, যাহার অর্দ্ধেক শিব অর্দ্ধেক পার্ব্বতী! মন রে, কৃষিকাজ জান না, আনন্দসাধনে! মেঘলা মনের চুম্বনে, জল ঝরঝর বরিষনে অভিভূত চারণ কৃষক কালিদাস

গদ্য প্রবন্ধ : রাঘব বোয়াল : ঔপনিবেশিক বোয়ালের আগ্রাসন চিত্র

আহা কালা, রাঘবনন্দন তুমি বোয়ালস্বভাবা!…. আহা রে রাঘব, আহা রে বোয়াল, কী এমন রূপ রস বর্ণের প্রথায় ধরি রূপ এসেছো মাৎস্যন্যায়ে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা হিজলডাঙগায়; করাল দাঁতের আগ্রাসনে কাঁপে চা রি ধা র!… পদ্মদীঘির জলে মাছের মেয়েরা ভুলেছে সাঁতার, ডুবডুবখেলা, ঢেউয়ে ঢেউয়ে ধিঙ্গি তালে নাচায়

গদ্য প্রবন্ধ : উদ্‌যাপনের কথামালা : সভ্যসংঘের নিষেধাজ্ঞা বনাম একলব্য বিশ্বের জাগরনের বয়ান

একটু পিছাতে চাই/ পরাণ কথার নীড়ে/… গতির লালিত্যে/ ধনুক যে ভাবে বেঁকে যায়/ পিছনের দিকে/… কৃষ্ণকালা জানে/ পৃথিবীর কুরুক্ষেত্রে/ অর্জ্জুনের/ পশ্চাদগমনে লুকায়িত ছিলো/ মহাবীর/ কর্ণবধ /… একটু পিছাতে চাই/ অন্ত্যজ মাটির কাঁচাসোনায়/ জেনে নিতে কর্ণের বেদনা/… টা ন টা ন / ধনুকের ছিলাময়/ বুড়ো আঙুলের

গদ্য প্রবন্ধ : হিংসা পরম ধর্ম্ম : প্রকৃতির অস্তিত্বজাত তাড়নার স্বরূপ

… জেনেছে ফ্রয়েড/ সুরভিত/ ফুলের চারপাশে যে কাঁটা/ সে-ও চাকুর ঝকমারি/ বাঁচার আকুতিময়/… গতিময়/ নাচনমুখর/ সাপের যে চলা/ দোলায়িত/ সেখানেও আছে/ সৌন্দর্য্য/ ও ফণা/… আর/ মানুষের/সৌন্দর্য্যের ইতিহাসে/ হাতাহাতি/ খামচাখামচি/ কামড়াকামড়ি/ কেবল রূপান্তরিত হয়েছে/ হচ্ছে/ হবে/ (প্র)যুক্তি বান্ধবে/হাতের ইয়ারে> হাতিয়ারে/— প্রকৃতির স্বভাব কি মানুষ খণ্ডাতে পারে/…

গদ্য প্রবন্ধ : অভিবাসী মেঘ : কাঁটাতারে আটকে যাওয়া জীবনের প্রতিন্যাস

অভিবাসী মেঘ, তুমি কোথা যাও? জলের ডানায় উড়ে উড়ে যাও কোন্ সে দূরের গাঁয়? … এইখানে এস। কাজলা দীঘীর জলে ভাসা দলকলমীর পাপড়ির ওপর চুপটী করে বস। … অভিবাসী মেঘ, তুমি কোথা যাও? এইখানে এস। শোন, ধানক্ষেতের আড়ালে কাঁদছে সদ্যজাত যিশু! শঙ্খলা নদীটীর নীড়ে, গণকবরের

কবিতা : দ্বীপ দিদারের কবিতা

প্রাচীরের ঘাস ও শ্যামল সমাচার এসব জীর্ণ প্রাচীরে ঘাসের বর্ণমালায় মুদ্রিত হচ্ছে শ্যামল সমাচার* এ শহর একদিন ছাই হবে মানুষেরই নিঃশ্বাসে** সভ্যতার পোড়া রসায়নে* জীবনের জৈবসারে* অঙ্কুরিত হবে পুনরায় সবুজের আচ্ছাদন** কিছু ঘাস অপেক্ষায় আছে* একদিন যারা মাটি ভালোবেসে মাটিচাপা দিয়েছিলো মানুষি পরিচয় পত্রখানা** আবার