কবিতা : মিত
মিত যা কিছু সবকিছুই তার সংক্ষেপিত, অমিতের নেই সীমা। সসীমে বাস করে মিত, প্রিয় মিতবাক। মিতব্যয়ী মিত ব্যয় করে সুখে থাকে তাই, মিতভূক চিরসুখী, খুশিতে নিত্য চিত্ত পাতে। মিতভূক্ত মিতাহারী ভোগে না অম্লতায়, মিত তাই মিতা হয়ে মিতালি পাতে অহিংসায়। অমিতব্যয়ী অপরিণামদর্শী, মনোকষ্ট পরিণাম, অমিতভাণ্ডার…