![](https://prakritipurush.com/wp-content/uploads/2024/12/465224307_27461677173447122_5548157277293426781_n.jpg)
ছোটগল্পকার। লেখক। জন্মিয়াছেন ২৩ মে ১৯৭৮, চা বাগানঘেরা চির সবুজ সহর কুলাউড়ায়। ছোটবেলা থেকেই জাতীয় দৈনিক, নিজ এলাকার সাপ্তাহিক পত্রিকা সমূহের সাহিত্য পাতায় লিখিয়া যাইতেছেন। তাহার সম্পাদনায় জিয়নকাঠি সাহিত্য সংসদের প্রকাশনা 'সোনার কাঠি, রুপার কাঠি' নিয়মিত প্রকাশিত হৈতেছে। এইছাড়া তিনি দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন বন্ধুসভার একজন সক্রিয় সঙ্গঠক। লেখালেখির পাশাপাশি তিনি সমাজ সেবামূলক নানা কর্ম্মকাণ্ডে জড়িত। এ যাবৎ প্রকৃতিপুরুষ-এ শহীদুল ইসলাম তনয়-এর
1 টা লেখা প্রকাশিত হয়েছে।