জন্ম ২ জুলাই ১৯৭৮, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামে। বর্তমান বসতি চট্টগ্রাম শহরের জামালখানে। তিনি সাউথ-ইস্ট ইউনিভার্সিটী (ঢাকা) থেকে এমবিএ (এইচআরএম) সম্পন্ন করিয়াছেন। শূন্য দশকের শুরুর দিক থেকেই লেখালেখির শুরু। প্রকাশিত কাব্যগ্রন্থঃ একটু দাঁড়াও, রহস্য বাড়ছে (দ্বিমত, চট্টগ্রাম)। যোগাযোগ:- sohelyasin@gmail.com এ যাবৎ প্রকৃতিপুরুষ-এ সোহেল ইয়াসিন-এর
1 টা লেখা প্রকাশিত হয়েছে।