কবিতা : সোহেল ইয়াসিনের কবিতা

শূন্য ও জীবন যোগফল শূন্য জেনে যে জীবন বাষ্প হয়ে মিলিয়ে যায় আয়নায় তার প্রতিবিম্ব ওজনহীন হয়ে ভঙ্গিটুকু ফেলে রাখে জননী মৃত্তিকার মতন পাতাভরা অরণ্যে নির্জনতা প্রসব করে পলাশের ছায়ার পাশে একটা শূন্য ঝুলে পড়ে বেশ জরাযু খালি দেখে সে শূন্য আবার নিষেকের ব্যঞ্জনা তোলে