প্রকৃতিপুরুষ— ছোট কাগজ / লিটল ম্যাগাজিন
প্রকৃতিপুরুষবাদ (Androgynism) — শিল্প হৈল অর্দ্ধনারীশ্বর, যাহার অর্দ্ধেক হর, অর্দ্ধেক পার্ব্বতী— অর্দ্ধেক ইয়াং, অর্দ্ধেক ইং …
(মানবিক না) প্রাকৃতিক পৃথিবীর অভিযাত্রী … (মানবিক সাহিত্যকে না বলুন …) রোদন অরণ্যেই করুন, অরণ্যৈ বোঝে মর্ম্মব্যথা … আসুন, মৃত্তিকার আদিম খনিজে নিভৃতে ধারণ করি উদ্ভিদ প্রতিভা … সমবেত কণ্ঠে উচ্চারণ করি—
নি স র্গ ন গ র
বন
ঘরে আসে না … ঘরে আসিলে
বন
বন থাকে না …
তবে
ঘর বনে যেতে পারে …
নির্মল নিশ্বাসে …
ভবঘুরেদের কাজ
বনে বনে সুর খোঁজা—
যদি
পৃথিবিটা বন হৈত;
যাহার মাঝেই
ছোট ছোট ঘর করিত মিতালি,
সবুজ পাতার সংসারে, ঘরে—
তবে
পেতাম আমরা নিসর্গনগর,
গহীন কুসুম কুঞ্জে
(বৃষ্টিমুখরিত)
পাতার নূপুরে বেজে উঠা মনে
ভেজার আনন্দ …
ভুলে যেতাম বেদনা, ক্লান্তি,
যাপনের …
এবং বলিতে পারিতাম—
চিয়ার্স …
পৃথিবী, তুমি খুউব সুন্দর! …