কবিতা উদ্ভিদপ্রতিভা

সবুজ বিতানে
মাটীর শরীর ফুঁড়ে উদ্ভিদপ্রতিভা!
আলো বাতাসে রাঙায় দেহ। …
যদিও আকাশমুখী, জীবন মাটীর কাছে ঋণী !
অব্যক্তের ধ্বনি মুখরিত
সৃজনের সমান বয়সী না বলা কথার মাধুরিমা
ঝরা পাতার মর্ম্মরে জাগে
প্রকৃতিবিতানে …
ভীষণ বন্যতাপ্রিয় আমি
আমাকে বাঁচাতে পারে শ্যামল আদর …
পরে
সবুজপোষাক, ফিরি… ললিতলাবণ্যে …
মৃত্তিকার
আদিম খনিজে
নিভৃতে ধারণ করি উদ্ভিদ প্রতিভা …

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, উদ্ভিদপ্রতিভা — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *