Bindurupini

কবিতা : বিন্দুরূপিণী

আপনার জীবনের নাম হৈল ‘বিন্দুরূপিণী’! ‘বিন্দুরূপিণী’ নামক শব্দের মাঝে যেই কয়টা বর্ণ কিংবা সংখ্যা রহিয়াছে ঠিক ততোটুকুই আপনি উপভোগ করিতে পারিবেন— এর বেশী কিছু নয় … কারণ, ‘বিন্দুরূপিণী’ নামক শব্দৈ পরম ব্রহ্মের মাঝে বর্ণের কিংবা সংখ্যার যেই যোগফল রহিয়াছে; সেই যোগফলের পরের সংখ্যাই আপনার মৃত্যু

কবিতা : ‘চ’ ব র্গী য়

… চ্-য়ে চয়ণ্, চ-য়ে চায়ী, চ-য়ে চার এইটুকু না জেনেই কা-না-কা-নি কথার গুঞ্জনে আলাপনে ফুলের পাপড়ির বাসরে নাচি নাচি মৌমাছি সঞ্চয়পুরাণে করিতেছে (চয়ণ্) মধুর সংসার, মৌচাকবিতান, বিনিময় দিয়ে চারের পরাগায়ণ! … চাঁদ জানে না— চয়ণ্ রহস্যে, আলোকদাতায় (মানুষের মুখের ভাষায়) তাহার নাম চাঁদ! রূপালী আলোর

কবিতা : আ ট চা লা ঘ র

বলিয়াছেন গুরুজন, সদা সত্য কথা বলিবে— তাই ‘প্রকাশ্য সুন্দরে’ বলিতেছি, তিন সত্য—             (তালব্য) শ,                                 (মুর্দ্ধন্য) ষ,              

কবিতা : পঞ্চের কীর্ত্তন

… শূন্যের নন্দনে (পালনে পাঁচের মন) প্রণয়মুখর ঘুরতি পথের বাঁকে (সাত পাকে তাওয়াফ করা) অন্নদার সংসারে চলিতেছে (চয়ণ্) সাতের নামাতা— চার একে চার,                     চার দু’গুণে আট,                  

কবিতা : সু র ও সু রু

… প্রতিদিন ঘুম ভাঙ্গায় আমার ভোরের আযান— আ-স্ সা-লা-তু খা-য়-রু-ম্ মি-না-ন্ না-উ-ম্ … সুরেলা গুঞ্জনে আড়মোড়া ভেঙ্গে জেগে উঠি (অঙ্গনে তোমার …) মহাজাগতিক্ল সুরের তরঙ্গে নৃত্যপর সুমধুর আযান উপহার দেওয়া তুমি সঙ্গীত পছন্দ কর না! এই আমার বিশ্বাস হয় না, সাঁই! … (শ) শূন্যতার অসীম

বটতলার বয়ান : ভাষা ও সাহিত্য

অধ্যাপক মহাশয় ভাবিতেছেন, ভাষা ও সাহিত্য একৈ বিষয় না! … ইহা ভুল ভাবনা! … কারণ, ভাষা ও সাহিত্য পরস্পরের পরিপূরক, না হৈলে সাহিত্য করার জন্য আপনি ভাষাকে বেছে নিয়েছেন কেন? … মানুষের (উদ্ভাসিত) নৈমিত্তিক জীবন যাপনের যেই ভাষ্, সেই ভাষ্-এর আধার হৈল ভাষা। এই ভাষা/প্রকৃতিই

কবিতা : ( . ) বিন্দুরূপিণীর নয়ন দর্শন

… শূন্যে উত্থান তোমার, তুমি এ-ক > দিশাগ্রস্তন্-কারী! দিশা থেকে বিদিশার পাঠশালায় (এ) দিশাগ্রস্তন্ (ই) সক্রিয়ণ্ তোমাকে বলিতেছি, ‘এই’, শোন গো— তোমার এলাকা কোথায়? কোথায় চলিতেছ? … তোমার ‘(এ) দিশাগ্রস্তন্ (ল্) লালন্ (আ) অস্তিত্ব (ক্) করণ্ (আ) অস্তিত্ব’ অর্থাৎ এলাকা; বলিতেছে (তোমার) আগেও শূন্য, পরেও

কবিতা : আটঘাট

না ৰাঁধিলে আট ঘাট, ৰাজে না তৰলা … ঠিকঠাক ওঠে না গো সুর … আজি এই প্রভাতী রাগে মনে ৰাজে গো ব্যঞ্জনা … তাই ৰাঁধিৰ তোমাকে, আট ঘাটে, তৰলায়, সুরেলা রাঁধায়— জানে রাধা! খেয়ে নানান ঘাটের জল; চল ৰেঁধে আটঘাট নেমে পড়ি মাঠে … পাঠে,

বটতলার বয়ান : ডমরু শব্দের সন্ধানে

ডমরু > বাদ্যযন্ত্রবিশেষ। সঙ্গ ও সঙ্গীতে… রাগে ও পরাগে এর কী ভূমিকা, সে ভাব ও ভাবনা সুর সাধক ও রসিকের! আমাদের ভাব ও ভাবনা ‘ডমরু’ শব্দের অর্থ কী? এবং তাহার ক্রিয়ার, অর্থের ব্যবচ্ছেদ। চলুন, গবেষনাগারে… গো এষনায় বা অন্বেষনে… শব্দের ভেতরে কোথায় লুকিয়ে রয়েছে (অর্থময়)

কবিতা : প্রতিকূল ঠাকুরের শিষ্য

বহে স্রোত অনুকূলে… তোলে পাল উজান গাঙ্গের নাইয়া … ভাসে নাউ ভাসে তীর্থযাত্রী … কালের যাত্রায় সর্গে উপসর্গে হৈব না তীরে থ তীর্থে … আমি প্রতিকূল ঠাকুরের শিষ্য নেই প্রয়োজন স্বর্গ … বহে জল তির্ তির্ > জ্ঞানধারা খুঁজি বিপরীত তীর … বিপরীত উদ্ভাস …

কবিতা : বা ড়া

… ‘ব’ যোগ ‘ড়’ সমান বড়! এইখানে ‘ব’ সমান বাহী কিংবা বাহক এবং ‘ড়’ সমান ডয়নের রহস্যরূপ। সুতরাং ‘বড়’ সমান বাহক কিংবা বাহীর ডয়নের রহস্যরূপ। ‘ব্’ যোগ ‘আ’ সমান ‘বা’। ওপরে জেনেছি, ব-এর মান … এক্ষণ জানব, ব্-এর মান ‘বহন’ এবং আ-এর মান ‘আধার’ অর্থাৎ

কবিতা : গজদন্ত

প্রিয় গজদন্ত, আজও তোমাকে ভালবাসি— প্রিয় তোমাকে ভজনা করি… দাঁতের ওপরে দাঁতের দাম্পত্যে— না বি/বাদে, না কলহে, বলি না কাউকে, একটা থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব! বরং দাঁতাল কাহিনীর জনপদে হাসির ঝর্ণাধারায় সবুজের বুকে জলের উচ্ছ্বাস দিয়ে বয়ে যাওয়া নদীর গজদন্ত শাখা ভালবাসি… প্রিয় গজদন্ত,