আপনার জীবনের নাম হৈল ‘বিন্দুরূপিণী’!
‘বিন্দুরূপিণী’ নামক শব্দে যেই কয়টা বর্ণ কিংবা সংখ্যা রহিয়াছে
ঠিক ততোটুকুই
আপনি উপভোগ করিতে পারিবেন—
এর বেশী কিছু না!
কারণ,
‘বিন্দুরূপিণী’ নামক
শব্দৈ পরম ব্রহ্মে
বর্ণের কিংবা সংখ্যার যেই যোগফল রহিয়াছে;
সেই যোগফলের পরের সংখ্যাই আপনার মৃত্যু সংখ্যা, মৃত্তিকার মর্ম্মে! …
সৃষ্টিতত্ত্ব জানে;
(মায়ের গর্ভের) চন্দ্রের চিত্রকলায় ধারিত (আপনি) বিন্দু,
রূপিণির রূপ ধরিয়াছেন! …
‘বিন্দু’ নামক শব্দৈ পরম ব্রহ্মে
(বর্ণের কিংবা সংখ্যার) যেই যোগফল রহিয়াছে;
সেই
যোগফলেই জানে, ‘রূপিণী’ নামক শব্দৈ পরম ব্রহ্মের
(বর্ণের কিংবা সংখ্যার) যেই যোগফল রহিয়াছে
তাহার সাথে তাহার যোগাযোগের কী সম্পর্ক? …
অথবা
বিন্দুর সাথে রূপিণির (বিনিসুতার মালা গাঁথার) কী সম্পর্ক? …
অথবা
পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে ষষ্টকাকার্য্য দিবসের কী সম্পর্ক? …
অথবা
এইসব জটিল কথার রসায়ণ বাদ দিয়ে
ভুল/ভাল্ উচ্চারণে গান শুনিতে পারেন—
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
প্লাটফর্মে বৈসা ভাবি, কখন বাজে ১২টা …
গান শোনার পরে জটিলতা কাটিয়া যাইলে
‘বিন্দু’ শব্দের অর্থ জানিতে পারেন—
বহন্ + সক্রিয়ণ্ + নাকরণ্-অন্করণ্ + দানন্ + (নবরূপ) উত্তীর্ণন্ …
এবং
‘রূপিণী’ শব্দের অর্থ—
রক্ষণ্ + (নবরূপ) উত্তীর্ণ + পালন্ + সক্রিয়ণ্ + অন্করণ্ + সক্রিয় …
এইসব
আপনার সর্ব্ব জীবনের ক্রিয়াকাণ্ড/পুরুষপ্রকৃতি,
নিহিতার্থের সত্য …
(পরম দিশায়) পরমাপ্রকৃতি … বিন্দুরূপিণির আবর্ত্তনে …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বিন্দুরূপিণী — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।