কবিতা : আলিফ কাব্য
আলিফের ভাষাজ্ঞান তোমাকে আকারের ভিতরে নিরাকারে খুঁজি।খুঁজে ফিরি নিরাকারের আকার।তুমি কি শুধুই শব্দ, তুমি কি শুধুই অক্ষর?তুমি কি শুধুই মুখের ভাষা? তুমি কি শুধুই উপলব্ধি?মনে হয় তার থেকেও বহুগুণ বেশী।ধরি, যদি না থাকত মানুষের ভাষা, থাকত মানুষ।মানুষের স্মরণে মানুষের কর্ম্মে থাকতে কি তুমি?জ্ঞানের পরিধিতে তা-ও…