পায়ীর (পালন কিংবা পানের) ছন্দ থাকে যাহাতে
তাহাকে পছন্দ বলে। ব্যা(বহার্য্য)করণে
‘প’ যোগ ‘ছন্দ’ সমান পছন্দ।
এখানে
‘প’ সমান ‘পায়ী’।
‘পছন্দ’ শব্দটা তৈয়ার হ্ওয়ার আগে ‘ছন্দ’ শব্দটা তৈয়ার ছিল,
এবং ‘পায়ী’ শব্দটাও!
পায়ীর (ব্যাঞ্জন-বাহী-বর্ণ) প-এর সাথে
‘ছন্দ’
শব্দটা যুক্ত হয়ে সৃজন হয়েছে ‘পছন্দ’ শব্দটা।
‘পছন্দ’
শব্দের দৃশ্যকল্পে, রূপরেখায়
চলুন
এই পৃথিবীর আবহাওয়াকে ভালবেসে আপন ভুবন বিনির্ম্মাণ করি—
আমরাই পায়ী,
আমাদের পালন, ছন্দ থাকবে যে ভুবনে।
বনফুলে
ছন্দে ছন্দে দোলা আনন্দন্
আপনাকে জানাই
নিখিলছন্দের হƒদয় হৈতে অবারিত শুভেচ্ছা …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, প ছ ন্দ পু রা ণ — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।