খোল হে …
দ্বারকা, রেখ না গো আর বাহিরে দাঁড়িয়ে,
তোমাকে
ভুলে যাওয়ার কোন কারণ নেই;
(জীবননৈকট্যে) ফুলে যাওয়ার কারণ রয়েছে!
দ্বারকা হে,
সুদর্শন চক্রময় ক্ষমতাকেন্দ্রের দ্বার
করণ আধারে
খোল
কাঠামোর মন,
খুলে যাওয়ার কারণবেলায় মূলে যাওয়ার কারণ রয়েছে!
উঠিতেছে প্রাচীর বেয়ে
কণ্টক-আকীর্ণ কুসুমিত ভোর,
শ্যাম(ল)মনে বাজিতেছে বাঁকা বাঁশের বাঁশরী,
দ্বার
করণ আধারে
কাঁপিতেছে তর্জ্জনী … সমুদ্রশোভিত জনগণমনে …
খোল হে, দ্বারকা!
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, দ্বারকা — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।