‘ব’ যোগ ‘ড়’ সমান বড়! এইখানে ‘ব’ সমান
বাহী কিংবা বাহক
এবং
‘ড়’ সমান ডয়নের রহস্যরূপ।
সুতরাং
‘বড়’ সমান
বাহক কিংবা বাহীর ডয়নের রহস্যরূপ।

‘ব্’ যোগ ‘আ’ সমান ‘বা’। ওপরে জেনেছি, ব-এর মান …
এক্ষণ জানব, ব্-এর মান ‘বহন’
এবং
আ-এর মান ‘আধার’
অর্থাৎ (‘ব’ যোগ ‘আ’) ‘বা’ সমান বহনের আধার কিংবা বাহী।
আবার
বহনের আধার কিংবা বাহীর
ডয়নের রহস্যরূপ সমান ‘বা’ যোগ ‘ড়’ সমান ‘বাড়’ …
এই ভাবে
বাড়ের আধার > বাড়া > বাড়্ যোগ ‘আ’ …
দেখ হে, বড়িতেছে
বাড়ের আধার > বাড়া।
শিহরণে
বাড় ও বাড়ন্ত … বাড়ের তারণে …
(জগতের সকল কিছুর যাহা যাহা বাড়ে তাহা তাহা বাড়া— বাড়াপদবাচ্য!)
এই
বাড়া-সূত্র মেনে
বাড়া,
বাড় গো তুমিও, বাড়াবাড়িতে না …
কারণ, এক বাড়ের আবাসে আরেক বাড়ের ‘ই’ প্রত্যয়
মানে
‘গতিশীল’ যোগ হৈল বাড়া যোগ বাড়ি …
এই
বাড়া ও বাড়ির মিলনায়তন
জড়তাসমাজ (মনে ও মননে) নিতে পারে না।
নিতে পারাও যদি, চলিতে পারে তবে
বাড়াবাড়ি!
এবং বলিতে পার—
বাড়া,
চল … করি বাড়াবাড়ি, ভীষণ রকম!
সাবধান
এর মাঝেইইইই
কেউ কেউ
বাড়া ভাতে দেবে ছাই
এবং
বলিবে তোমাকে, বেশী বাড়্ বেড় না গো বাড়া, ছেঁটে দেব ডালপালা!
ছাঁটাছাঁটির দেশে হয়ে যাবে ছোট—
চয়নস্থিতির অস্তিত্বাদিকরণের টঙ্কারী!
তক্ষণ
বড়র পেছনে
করিবে কেবল ছোটাছুটি …
যেহেতু তোমার বাড়েনি গো বাড়া! …

(আজো ছোটন ছোট্ অন … ছোট …)

বুঝিয়াছ বাড়া? …

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বা ড়া — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *