কবিতা নবনীতা জলের বোধন

নবনীতা
জলের বোধনে যে নিজেকে ভেজায় না,
সে
সংঘাতকে জাগাতে জানে না! …
যে সংঘাতকে ভালবাসে না, সে সম্ভাবনাকে বলতে পারে না,
ভা-ল-বা-সি! …
ভুল ও ফুলের গলায় গলায় ভাব,
পরাগায়ণটুকুর অনুধ্যানে হতে পারে না পথের সমাজদার! …
এইটুকু
ভেবে ভেবে হাঁটছিলাম, মৌমাছির ইন্ধনে! …
হঠাৎ মনে হৈল,
[……………………….]
তুমি
যে শূন্যস্থানটুকু পূর্ণ না-করে চলে গেছ, সেখানে লিখেছিলাম, সম্ভাবনা …
শুভ,
দ্বন্দ্ব-সঙ্কুল পথে যেতে যেতে
ক্রমশঃ
জড়িয়ে পড়িতেছি সংঘাতে, পরিপার্শ্ববিশ্বে! …

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নবনীতা জলের বোধন — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *