ভাষ্ যোগ আ সমান ভাষা
অর্থাৎ
ভাষের আবাস হৈল ভাষা!
সোণালী আলোয় রাঙ্গা ভোরের উদ্ভাসে
(ভাষ্) ক্রিয়ার কাজলে
যাও
কত কথা বলে চোখের ভাষায়!
যাহাতে
তোমাকে পাই
প্রচ্ছন্ন আভাসে, ভাষাভাষাপ্রেমে,
সৃজনবাগানে
মূর্ত্তমান (লতা, পাতা, ফুল, পাখী …)
বিবিধ অক্ষরে
নিজেকে প্রকাশে!
বল,
এ কোন্ আভায় রাঙ্গালে ভাষায়
আমারই সকাতরে,
পাঠে, সর্ব্বত প্রভুর নামে—
(ইক্বরা … ইক্বরা … ধ্বনির নন্দনে
মুখরিত আদিগন্ত)
তবে শুরু হোক, পাঠ! …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ভাষা — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।