কবিতা পাঠ, মাঠ ও ঘাটের কথা

কেবল পাঠে না, চাই মাঠে এবং ঘাটেও …
ভাটির উজানে
কালের কলস … জল ছুঁই ছুঁই …
পাঠে
নীলাভ আকাশ ছোঁয়া নক্সী কাঁথার মাঠ,
বসে ঘাটে
দৃষ্টির সীমায় …
কে কক্ষণ
বাঁধিছে কাহারে?
নিতে জেনে
কেবল মাঠে না, চাই পাঠে এবং ঘাটেও …
নী-রব ফুঁ-এর আস্বাদনে
বাজুক বাঁশরী! …

মাঠের পরাণে পাঠ
আর
পাঠের পরাণে মাঠের কথন, হৈবে ঘাটে! …

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, পাঠ, মাঠ ও ঘাটের কথা — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *