বাপু,
এত সাদা কথা কও ক্যনে? একটু শ্যামল কথা কও,
অব্যক্ত বর্ষায় জুড়াক পরাণ! …
লোকমুখে শোন নাই? এইখানে রমনীরা নয়ন পিঞ্জরে পুষে শ্যামসুখপাখি!
মওলার ইশকুলে পড়ো নাই? আমরা যে শ্যামলবরণ জাতি! …
সাদা না,
শ্যামল মনের মানস আমি!
দেখি, সময়ে সময়ে রং বদলায় প্রকৃতি ও প্রেম
এবং জীবন!
আরও দেখি, বিমুখ প্রান্তরে
আমারই মাঝে কারা যেন বলে ওঠে,
কালো হাত ভেঙে দাও!
যদিচ
নীরব কুটিরে
ঝুপ… ঝুপ… … ঝুপ… … …
নেমেছে উপনিবেশ, সাদা!
জানালায়, …
তাকিয়ে আছেন, আপনি, কোন মনের মানস?
মানস নন্দনে কেবল রঙের ছড়াছড়ি! …
দেখা হয় নাই নয়ন মেলিয়া, আড়ালে আড়ালে কে কাকে মাখায় রং!
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, একটুখানি পরিচয়