জেনেছে পৃথিবী… মাটীর শরীরে জমেছে যে মনজল …
মনজল
ছোঁয়াল শরীর পিপাসায়… ভালবেসে শারীরিক
ললিতকলার উপাচার,
চুষে মনজল,
করিতেছি রচনা, মাটীর ধরায় সবুজ সদন! …
সবুজ সদনে
ফিরিতেছি আমিই > বৃক্ষ > ফুল > ফল > বীজ > চারা > বৃক্ষ >
রূপের মাধুরী মম!
শরীরবিহীন,
কেন যে খুলেছ চোখ!
এই আমিই শরীরী, এই আমিই যে মন!
খুঁজ না আমাকে,
শরীরের বাহিরে ও মনের বাহিরে।
শরীরনগরে এস, মনযানে চড়ে।
অথবা
মননগরে এস, শরীরযানে চড়ে— শরীর ও মন, আমি ছাড়া
তুমি নাই,
তুমি ছাড়া আমি নাই! …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, শারীরিক — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।