আঁ-কা-বাঁ-কা
সবুজ মাঠের পথ ধরে হেঁটেছি কেবল, উজান ভাটির ব্যাকরণে
শুনি নাই
জলের কাকলি। (…)
এটুকু বুঝিনি, কতটা আঘাত পেলে বাঁক নেয় নদীটার মন,
অভিমানে সরে সরে যায় নদীয়ার কূলে,
জলজ ভাষায় ভেসে ভেসে যায় কাঁখের কলসী,
কূলের কথণে ভেসে ভেসে যায় ঘাটের কাহন, মরমিয়াগাথা …
মন,
বাঁকানোর আগে ভাল করে জান,
কতটা বাঁকালে বাঁক খায় শ্যামল কটাক্ষভরা চোখের ধনুক,
শরের যোজনা থেকে পলকে পালায় বাক্যের হরিণ!
কথার কাননে
কী ‘ভাবে’ বাঁকাবে সাধের জীবন;
তাহার বয়াণে জান,
                      পথের আদলে বহা নদীটার আঁ-কা-বাঁ-কা ইতিহাস! …

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বাঁক — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *