তলস্তয়ের দেশে বলশেভিক বিপ্লব ॥ শিবলী শাহেদ
ক’ বছর আগে প্রতিচিন্তার ২০১৭ সালের একটী সংখ্যায় বদরুল আলম খানের একটী গদ্য পড়ার মওকা মিলেছিল। লেখাটী আমার এত ভাল লেগে যায় যে, এখনও সময় পেলেই উল্টে পালটে দেখি। প্রবন্ধটীর নাম ‘তলস্তয়ের দেশে বলশেভিক বিপ্লব’। সুবিদিত যে, নামের মূল্য নামমাত্র। কিন্তু আমার মনে এ ধরণের…