ক-বাবুর নানা কথা ॥ বের্টোল্ট ব্রেখট ॥ সন্দীপন ভট্টাচার্য
১ ক্ষমতার প্রতিষেধ চিন্তাশীল ক-বাবু একটা হলঘরে বিপুল দর্শকের সামনে যখন ক্ষমতার বিরুদ্ধে বলছিলেন, তখন হঠাৎ লক্ষ করলেন সামনের সারির লোকজন কেমন যেন কুঁকড়ে গিয়ে হল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তিনি চারদিকে তাকালেন, তারপর দেখলেন তাঁর পেছনেই দাঁড়িয়ে আছে— স্বয়ং ক্ষমতা। “কী বলছিলে তুমি?” ক্ষমতা জিগ্যেস…