বিন্দুরূপিণী ॥ আরণ্যক টিটো
২০২৪-০৯-০১
আপনার জীবনের নাম হৈল ‘বিন্দুরূপিণী’! ‘বিন্দুরূপিণী’ শব্দে যেই কয়টা বর্ণ কিংবা সংখ্যা রহিয়াছে ঠিক ততোটুকুই আপনি উপভোগ করিতে পারিবেন— এর বেশী কিছু না! কারণ, ‘বিন্দুরূপিণী’ নামক শব্দৈ পরম ব্রহ্মে বর্ণের কিংবা সংখ্যার যেই যোগফল রহিয়াছে; সেই যোগফলের পরের সংখ্যাই আপনার মৃত্যু সংখ্যা, মৃত্তিকার মর্ম্মে! ……