আরণ্যক টিটো

‘চ’ ব র্গী য়

… চ্-য়ে চয়ণ্, চ-য়ে চায়ী, চ-য়ে চার এইটুকু না জেনেই কা-না-কা-নি কথার গুঞ্জনে আলাপনে ফুলের পাপড়ির বাসরে নাচি নাচি মৌমাছি সঞ্চয়পুরাণে করিতেছে (চয়ণ্) মধুর সংসার, মৌচাকবিতান, বিনিময় দিয়ে চারের পরাগায়ণ! … চাঁদ জানে না— চয়ণ্ রহস্যে, আলোকদাতায় (মানুষের মুখের ভাষায়) তাহার নাম চাঁদ! রূপালী আলোর

লক্ষ্মী, লক্ষ্মীর পাঁচালী : নতুন আলোয় দেখা

এস মা লক্ষ্মী, কমল বরণী, কমলালতিকা দেবী কমলিনী। কমল আসনে, বিরাজ কমলা, কমলময়ী ফসলবাসিনী।। কমল বসন, কমল ভূষণ, কমনীয় কান্তি অতি বিমোহন। কোমল ক’রে, শোভিছে কমল, ধান্যরূপা, মাতঃ জগৎপালিনী।। কমল কিরিটি মণি মনোহরে, কমল সিঁদুরে শোভে দেখি শিরে। কোমল কন্ঠে কমল হারে, কোমল বদন দেখি

ব্যক্ত> ব্যক্তি> বক্তা> প্রতিষ্ঠান

… যিনি ব্যক্ত করেন তিনিই ব্যক্তি ও বক্তা! … ব্যক্ত(ই)র ব্যক্ত হওয়ার যে প্রবণতা, তাহার মাঝেই প্রতিষ্ঠানের রূপচিন্তন নিহিত! যা সে প্রয়োগ করেছে জীবন আচারের মর্ম্মে, এখানেই তাহার প্রবাহ, বিকাশ! প্রবাহের নাম, নদী! প্রবাহিত স্রোতধারায় নদী বাঁক নেয়, রূপ বদলায়! … তেমনি ব্যক্ত(ই)র ব্যক্তভাববিশ্বের প্রবাহমানতায়

শারীরিক

জেনেছে পৃথিবী… মাটীর শরীরে জমেছে যে মনজল … মনজল ছোঁয়াল শরীর পিপাসায়… ভালবেসে শারীরিক ললিতকলার উপাচার, চুষে মনজল, করিতেছি রচনা, মাটীর ধরায় সবুজ সদন! … সবুজ সদনে ফিরিতেছি আমিই > বৃক্ষ > ফুল > ফল > বীজ > চারা > বৃক্ষ > রূপের মাধুরী মম!

Ling(uistic) Shiva

It’s a penis— It’s a (Rainbow) pencil— It’s the creator of art and culture on the faculty of white paper!… It’s a penis— It’s a pendrive— It can save many things of the love!… It’s a penis— It’s a pen— It carries on the ‘Ism’