কবিতা : মায়া শহরে মধ্যরাত ও অন্যান্য কবিতা
মায়া শহরে মধ্যরাত মধ্যরাতের মায়া শহরে হেঁটে যাই … আছড়ে পড়ছে এজটেক ড্রাম বিটস নৃত্যপর উচ্ছ্বাস লোহিত কণিকায় চোখ ধাঁধাচ্ছে ক্রিষ্টাল বলের বিচ্ছুরণ তুমি সাথে থাকলেই উৎসব! জেগে ওঠে প্রাচীন কলরব … জাগরণ কড়া নাড়ে ঘুমের দরজায় স্পর্শের মত দূর … নিঃশ্বাসের সন্নিকট! তুমি সাথে…