কবিতা : মায়া শহরে মধ্যরাত ও অন্যান্য কবিতা

মায়া শহরে মধ্যরাত মধ্যরাতের মায়া শহরে হেঁটে যাই … আছড়ে পড়ছে এজটেক ড্রাম বিটস নৃত্যপর উচ্ছ্বাস লোহিত কণিকায় চোখ ধাঁধাচ্ছে ক্রিষ্টাল বলের বিচ্ছুরণ তুমি সাথে থাকলেই উৎসব! জেগে ওঠে প্রাচীন কলরব … জাগরণ কড়া নাড়ে ঘুমের দরজায় স্পর্শের মত দূর … নিঃশ্বাসের সন্নিকট! তুমি সাথে

কবিতা : এক্ষণো

এক্ষণো কী রাত্রি জাগো আলোর নীচে? ঘুম পেরুনো অতল প্রহর রূপোর সিঁড়ী পায়ে পায়ে নেমে গেলেই সুবর্ণ-মেঘ? বৃষ্টি ফুলে গাঁথতে পারো শ্যামল নূপুর? কৌতূহলে দিচ্ছো ছুঁয়ে অবাক দুপুর নিলয় স্রোতে পাল ওড়ালে প্রত্ন-খাঁড়ী! বালু-ঘড়ির ঝর্ণাধারায় মগ্ন সময় অল্পস্বল্প গরজ আছে ব্যস্ততারও… যদি বলো চিরকুটের সেই

কবিতা : মারমেইড মুহূর্ত্ত

মারমেইড মুহূর্ত্তগুলো স্রোত সাঁতরে রূপান্তরের নোঙরে… উপকূল ছুঁয়ে ছুঁয়ে যাযাবর পাল-মাস্তুল শূন্যযাত্রায় বাড়িয়েছ আকাশ, ছায়া নকশায় বিহান-সায়ংকাল, ট্রপিক্যাল সবুজ ছাড়িয়ে পর্ণমোচী পদাবলী দিনলিপি জুড়ে! নিবিড় বিকেলবেলায় দোল দোল দুলুনি… এক এক দোলায় চলকে যাচ্ছে চায়ের কাপ! পায়রা ওড়ানো সকালে করতলে নমিত আকাশ, আজ বহুদিন! গিরিবাজ,

কবিতা : সল্ট এণ্ড পেপার

তোমার সন্ধ্যেগুলো সিল্ক মিহিন ভাসছে, কলমকারি নকশায়, সৈকত ঘেঁষা পাব প্যাটিওর উন্মাতাল আটলান্টিক হাওয়ায়! আকাশ ধীরে ধীরে নীল থেকে সোনালী হচ্ছে খুব নিঃশব্দে, তুমুল ভালোবাসছো তুমি জীবন যাপনের এক একটা দিন! হাতের গ্লাসে সিগনেচার ককটেল, ‘টোয়াইলাইট ট্যাঙ্গো’, কোন দিন ‘সান কিসড ব্লুজ’, নামগুলো তোমারই দেয়া!

কবিতা : টেক্সটিং

তোমার জন্যে মেঘমল্লার, আকাশ ছেঁচে ঝিরি ঝিরি বৃষ্টি, এই অবেলার বর্ষণে ভিজবে কি না ভেবে দেখতে পার… পরদিন সকাল বেলায় রোদ্দুর মাখা সুপ্রভাত বলে আলো জ্বেলে দিলে দিন দুপুরে… উত্তুরে রেল গাড়ি গোলাপ বন পেরিয়ে উষ্ণতার দিকে চললো, ব্যস্ত দিনমান কেউ কি বলবে থেকে থেকে,

কবিতা : জ্বরের ঘোরে

তোমার জ্বর গায়ে মেখে হাঁটছি কুয়াশার শহর জেট ল্যাগ পেরুচ্ছি, মাইলেজ বাড়ছে স্মরণ যাপনে… ট্রেঞ্চ কোটের পকেট বোঝাই উষ্ণতায় তোমার ভর দুপুর উইন্ড চিল মাইনাস কুড়ি, হু হু হাওয়ার ঝাপটা চোখে মুখে… টুপি দস্তানা মাফলারে ওম খুঁজছো, ওতে কি আর যথেষ্ট হয়? হবে নাকি গরম

কবিতা : পাঁচ মিনিট বিরতি

তখন তুমুল বৃষ্টি তোমার শহরে আমার শহর বরফের রোজনামচা লিখে যায়, আবহাওয়ার পূর্ব্বাভাস বলে সুপ্রভাত প্রতিদিন… তুমি বৃষ্টির গল্প শুরু করেই চিরাচরিত পাঁচ মিনিট বিরতিতে… এদিকে খুব মিহিন বরফ কুচিরা উড়ছে ঠায় দাঁড়ানো ল্যাম্পপোস্টটার হলদে আলোয়, ঘড়ির টিকটিক পাঁচ মিনিট পেরিয়ে পরের ঘন্টাগুলো ঘুরে ঘুরে

কবিতা : ব্যাকপ্যাকার্স ভ্রমণ

তারপর শহরের শীত গ্রীষ্মের অলিগলিতে হেঁটে হেঁটে চারচক্ষু গ্র্যাফিতি… সাঁকো পেরুনোর অভিলাষ! স্প্রে পেইন্ট এর উদাসীন পিচকিরি! ঘাসের ফলায় সন্ধানী লেন্স, পেইন্ট ব্রাশের এক একটা অকপট স্ট্রোক… গতিময় ক্যানভাস! দ্বিমাত্রিকতা পেরিয়ে ত্রিমাত্রিক উচাটন রঙ! রেলব্রিজকে বুকে ধরে একদিন রেলব্রিজের ওপার, আরো দূর পিছুডাকের চারু ধূপছায়া,

কবিতা : অজুহাত

সিগারেট খাওয়ার ছল করে কি ব্যালকনীতে গেলে? হয়তো এই সামান্য একটু উৎকণ্ঠার জন্যে তোমাকে খুঁজে পেতে বের করতে হল মহার্ঘ্য নিরিবিলি। পেয়েছিলে খুঁজে নিশ্চয়ই, নচেৎ এই অসময়ে তোমার খানিক অবাক করা, সম্ভবতঃ অকৃত্রিম উদ্বেগ ‘তুমি আগুন থেকে নিরাপদ দূরত্বে আছো তো?’ গ্লোবাল নিউজের নাড়ি নক্ষত্র

কবিতা : অগ্নিতমা

তবুও মোমবাতীর কম্পমান শিখায় জ্বালি আতশী প্রাণ, আইরিশ রোজ সুঘ্রাণ! রাতভর আলো-ছায়া কোলাজ সূফিনাচ ঘূর্ণনে! চেনা চিরকুট পাঠিয়ে সন্ধ্যে নেমেছিল … নাগরিক অরণ্যে একফালি কৃষ্ণচূড়া আগুণ ছটফটে কার্ডিনাল পাখিটার কমলা ঝিলিক ডানায়! জাদুকরী আঙুলে আগুণ ছুঁয়ে অগ্নিতমা তুমি! সন্ধ্যের রং বদলে যেতে যেতে ফিকে অন্ধকারে

কবিতা : শাহজাদী রাত

রাত্রী ঘুম ঘুম সান্দ্র হয়ে এলে নিজেকে শাহজাদী মনে হয় ঢেউ তোলে মায়াবী মসলিন মিয়া তানসেন সুর ধরেছেন মধ্যরাতের দরবারী কানাড়া! আলোটা নিভিয়ে দাও জেগে থাক নক্ষত্রের পাহারা! অন্ধকার চোখে সয়ে গেলে খুঁজে নেব হারিয়েছে যা কিছু প্যান্ডোরার বাক্স যেদিন হাত ফসকে … প্রথম গোলাপ,

কবিতা : বুলেট ও বাগান

অস্ত্র ব্যবসায়ীদের বল হাওয়াই মিঠাই-এর কারখানা দিতে সন্ত্রাসের হুংকার বন্ধ, নিমেষেই ভাবা যায়, এখনও লিঞ্চিং দিনের আলোয়? কেবল ওদের রঙ কাল বলেই উল্লাসে মেতে ওঠ মারণ খেলায় এইবার তোমাদের অস্ত্র আইন বদলাও গালভরা মানবতাবাদী বিবৃতি দিলেই সম্পূর্ণ হয় না মানবতার পক্ষে সাফাই! মাত্র তিন মাস