কবিতা সল্ট এণ্ড পেপার

তোমার সন্ধ্যেগুলো সিল্ক মিহিন ভাসছে, কলমকারি নকশায়,
সৈকত ঘেঁষা পাব প্যাটিওর উন্মাতাল আটলান্টিক হাওয়ায়!
আকাশ ধীরে ধীরে নীল থেকে সোনালী হচ্ছে খুব নিঃশব্দে,
তুমুল ভালোবাসছো তুমি জীবন যাপনের এক একটা দিন!
হাতের গ্লাসে সিগনেচার ককটেল, ‘টোয়াইলাইট ট্যাঙ্গো’,
কোন দিন ‘সান কিসড ব্লুজ’, নামগুলো তোমারই দেয়া!

চুল ছুঁয়ে থাকা সূর্য্যাস্তের শেষ কিরণ চমৎকার ব্লেন্ড করে যাচ্ছে
রূপোলী স্ট্রিকগুলোর সাথে… আজকাল সল্ট এন্ড পেপারে তোমাকে
কি দূর্দান্ত দেখায়? কৌতূহল তো হতেই পারে, সেলফি উইথ মৌতাত
কিংবা সূর্যাস্তের ওয়াইড এঙ্গেল শট, কল্পনায় সাবধানী কুয়াশার ছোপ।
নস্টালজিয়ার শব্দের মতন ঝমঝমিয়ে কোন কোনদিন বৃষ্টি নামে
মেঘ চুঁইয়ে, আকাশ পেরিয়ে, তুমি ভিজে যাও, ভিজতেই থাকো…

‘সল্ট এন্ড পেপার’ সেই উনিশের ক্রাশ, কি ক্ষেপাতেই না তখন!
সল্ট এন্ড পেপার, ভারী কাঁচ, চোখ আর মারকুটে দৃষ্টি ব্লেন্ড করে করে
এক একদিন এক একটা পোর্ট্রেট, শুধু ক্ষেপাচ্ছে না কেউ আজকাল!
সেইসব সঘন এক একটা সন্ধ্যেয় বছর পেরোও তুমি, পঁচিশ, দশ, পাঁচ…
পাঁচ মাত্রার সুরেলা সংলাপ, মাতাল হাওয়ারা তখন বড্ড বেশী দূর্দান্ত!
এই প্রান্তে পাঁচ মাত্রারা কবিতায়, সংলাপগুলো এক একটা অণুগল্প…

বাড়ির পথ পেরুচ্ছে টাইম জোনের এক্সপ্রেস ড্রিম ওয়ে,
কনভার্টিবল এর খোলা ছাদের আশকারায়
সল্ট এন্ড পেপারে এলোমেলো ঝড়, স্পষ্ট দেখছি!
তোমার সঘন সন্ধ্যেগুলো গাঢ় রাত্রিমুখো, টলোমলো পায়ে!

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, সল্ট এণ্ড পেপার — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *