ঐ বরাবর দূরের হুইসেল, রঙীন পপলার
অদেখা স্টেশন ছোঁয়া ঝাপসা রেললাইন
সুখী মেঘেদের ক্লান্তিহীন নিঃসরণ…
ডাক পাঠিয়েছিলে কাল, আজ ডুবসাঁতার
এপাশে হাইরাইজের কাঁচে আকাশের আহাজারি
কালকের চিরকুট আজ ঝড়ো হাওয়ায় ফেরার!
সান্ত্বনা, পাইন অনুরাগমাখা পথ পুরাতনী,
ফরাসী সৌরভ ছাপিয়ে প্রশ্বাস টুইটুম্বুর
ফিরে আসি মন্থর পায়ে ফাইলের অরণ্যে
বাগে পেয়ে আমায়, নথীদের স্বেচ্ছাচার!
ইঁদুর বিড়াল খেলা চলছে ক্রমাগত
কম্পিউটার স্ক্রিন, মাউস আর আঙুলের!
দূরালাপণে ডাক পাঠালে অসময়ে আবার …
দেখা হতে হতেও হল না
পাইনের সুরভী রয়ে গেল কেবলই আমার
তুমি শুধু শ্রুতিতে হয়ত বা পেলে কিছু তার!
বলো কেউ কি শুনেছে কখনো
সৌরভ সংক্রমণ ঘটেছে ছুঁয়ে দূরালাপণের ইথার?
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, এরোমা থেরাপী