ধ্রুপদ মুদ্রায় ঘুরে আসে নস্টালজিয়া
হাত ধরলেই সিঁড়ি বেয়ে চিলেকোঠা
গনগনে ভর দুপুর, ছায়া শিকার
চুরি চুরি লুকোচুরি, মানিপ্ল্যান্ট লতায়
তুমিও এক একদিন, ক্লান্তিহীন
ঊর্ধ্বমুখ ব্যগ্র বাইসাইকেল,
সময়ের ডাকনাম ছিল ‘অফুরান’
আকাশে স্থির একটা ভুবন চিল
শ্যাওলা জমেছে ঐ কোণাটায়
ঐখানটায় ছায়া দিনমান, শীতল
একটা বটের চারা, তুলে এনে বনসাই
পাশেই ধীরস্থির ক্যাকটাস, ‘ডোন্ট কিস মি’!
উড়োজাহাজ আকাশ পেরুলেই
কৌতুহল, একদিন আমিও কি?
পাড়ি দিয়ে মহাদেশ, অতলান্ত জল
মোড়ক খুলে দেখি সময় আটক সেখানেই!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নস্টালজিয়া — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।