রোদ্দুর রঙ পর্দ্দা উড়ছে ওয়াল্টজ মুদ্রায়
প্যালো স্যান্টো ধোঁয়ায় সুগন্ধি আবছায়া
ইমন কল্যাণ সন্ধ্যে ভিড়ছে রাগেশ্রী নোঙরে
আহ্ আনন্দম্! এস প্রেম, এস অপার!
মসৃণ অভিমান কুয়াশারা তবু চুপিসারে গাঢ়তর
যদিও বিকেলের প্যালেটে ছিল নিখাদ অনুরাগ
ফেনায়িত লাটে কাপে সতৃষ্ণ চুমুক
তুমি বরাবরের লার্জ, ব্ল্যাক, নো সুগার!
কফি বিকেলের ঈপ্সিত বৈঠক শেষে
শহরময় জ্বলে উঠেছিলো সন্ধ্যেবাতি অগণন,
ফায়ার প্লেসের আগুণ দু’চোখে নিয়ে ডাকলে
‘চল, আজ সূর্য্যপ্রেম, গোধূলির ঠিকানায়…’
প্যাসেঞ্জার সিটের উষ্ণতায় গাঢ় কফিঘ্রাণ চুম্বন
কার্ডিগ্যান, স্কার্ফে ইন্দ্রজাল বোনে প্রিয় সৌরভ
কী নিপুণ নির্মাণ তোমার বিকেলময় ইল্যুশন!
ইনকগনিটো সময়, ইনকগনিটো সুঘ্রাণ!
সত্যিই কি ডেকেছিলে আজ অলৌকিক নিমন্ত্রণে
অলীক অপরাহ্নে, খানিক আগে?
টুইটুম্বুর পেয়ালায় শেষ চুমুকের পর
কেন অমন শূন্য বিজন লাগে?
যেন তুমি ডাকনি, যেন দেখা হয়নি কত দিন,
যেন ঘুরে আসিনি দু’জনে, ডাউন দ্য মেমোরি লেইন!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ডাউন দ্য মেমোরি লেইন