মৌতাত তোমার ফিকে হয়ে আসে
ভোরের উজ্জ্বল রশ্মি চোখ ছুঁতেই
সন্ধ্যে রাতের ঝুমঝুম মগ্নতার ভেতর
ততোধিক মগ্ন স্মৃতিভ্রমণে
কতটা মাখামাখি হয়েছিল
ইচ্ছে পদক্ষেপগুলো, ভুলে গেছ বেমালুম!
দূরভাষে দূরবর্ত্তিনী, বলে গেছ
অতীত ছেঁকে এনে এক একটা উপকথা,
নেশাঘোরে এক একটা কলি, চেনা সুর
যেন হঠাৎ মনে পড়ে গেছে, বলে বস,
জানো, আজ এক কান্ড হয়েছে …
আমি শ্রুতিকে বলি, নৈর্ব্যক্তিক হও!
শুনতে ইচ্ছে করে না নতুন গল্পগুলো
আমায় কেন তুমি এতটা বল,
তোমার যাপিত সময়, অভিসার অভিযাত্রা!
একটু থেমে প্রশ্ন, তুমি কি আমায় কোনদিন?
হয়ত আমিও, কবেই তো তামাদি সেসব দিন
দূরভাষ কি পেরুতে পারে দূরত্বের ব্যবধান?
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, দূরভাষ