জানালায় মেঘ জমেছে
স্মৃতি বরষা
জাতিস্মর সময়
আমি, নাকি আমি নই?
অথবা তুমি, নাকি অন্য কেউ?
আয়নায় অচেনা চোখ!
পলকে চলকায় পলাতক জল!
জানালা কত কী খুঁজে আনে!
তন্ন তন্ন করে ভূ-সমুদ্দুর!
কিশোরী নির্জনতা
সাবলীল ডানায় উড়ে আসে
এক একটা দশক, খুব কি অন্য রকম?
পর্দ্দা চুপচাপ, আপাতত সেন্ট্রাল হিটিং
জানালা এক স্বচ্ছতোয়া জলজ প্রশ্বাস!
চুপচাপ নিভৃতে একটানা ঝরে যায়
রাতের শিশির, হিম হিম হৈমন্তী অন্ধকারে
বাতাসে সুবাসিত স্প্রিং ফ্লাওয়ার
নিশ্চিত বিভ্রম, কে না জানে!
শীতের প্রাক্কালে সুগন্ধী অপেক্ষা তবুও
ওম খুঁজে খুঁজে ব্ল্যাংকেট বুট জুতায়
তোমার দিকেই ফিরে ফিরে যাওয়ায়!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, শীত আসছে