প্রেমিকের রং ॥ জেসিকা আক্তার জেসি
ভালবাসার গান গেয়ে পাখী আজ ঠোঁট থেকে বের কর্ছে মাইল মাইল অন্ধকার। পালক থেকে মুছে ফেলেছে জলের দাগ। সমূহে ঝর্ণা ভেঙ্গে পড়্ছে সাগরের বুকে। যে’খানে জল পড়্ছে সেখানে সৃষ্টি হয় কাল ফুল। কাল ফুলের পাপড়িতে বিলাপের সুর। বিলাপের শরীর জুড়ে কেবল স্মৃতি। ফোয়ারা হয়ে ছড়িয়ে…