কবিতা : ইকারুস

পতঙ্গ অভিলাষ আমাদের খুব চেনা, বহুবিধ রঙে মুছে গেছে দৃষ্টির সমস্ত আলো; তবু এই ডানা, এই মোমের আরক, তুলে নিয়ে যাবে সেই প্রজ্জ্বলিত মোহরের টানে? বহুদূর প্রসারিত সাগরের জল- নীলাভ, কোমল-বুক পেতে আছে। বারবার ফিরে আসি তাই গোলকধাঁধার পথে, আমাদের করপুটজুড়ে প্রসারিত সর্পিল পরিহাস- সেওতো

কবিতা : ভেনাসের স্তন

যে ফুল ফোটে নি কখনোই, রাতের রহস্যে ঘেরা পাখা আর পালকের কোমলতা, সুপ্রাচীন গ্রন্থের মতোই কুমারী গোলাপ! সাগরের নোনা জলে পুঞ্জীভূত ফেনায় ফেনায় ভেসে আসে ঝিনুকের খোলসে আবৃত দেহ, জীবনের অসীম ব্যাসার্ধ ঘিরে জেগে থাকে ক্ষুধা আর প্রেমের পরিধি, আর তার সব সুর পেরিয়ে গেলেই

কবিতা : সিন্ধু ভৈরবী

ঘরের ভেতরে আমি অন্য এক আকাশের ছবি দেখি, জানালার পর্দাগুলো চিরকাল গোপনতা খুঁজে, জানি, সমুদ্রশৈবাল কোনোদিন নিজের দেহের ভাঁজে সমুদ্র খুঁজে না, তবু ধ্বসে পড়ে বালিয়াড়ি, চকমকি ঠুকে কেউ আগুন জ্বেলেছে তবে? কারা আজ জলের গভীরে দিলো ডুব, তুলে আনে শঙ্খের গুঞ্জন, তবু দিগন্ত প্রসারিত

কবিতা : নাবিক

এইসব অন্বিষ্ট ভুলে, আমার দিকে ফেরো হে দিগভ্রান্ত নাবিক, তোমার জাহাজ কতো সমুদ্রে, কতো ফেনায়িত তরঙ্গ ভেঙে হরেক মশলার ঘ্রাণে আধেক বোঝাই- কখনোবা স্বপ্নের মতো সেই দেশ, কখনো দূরে দিগন্ত ঠেলে দিয়ে, ভেসে ভেসে কতদূর, নামহীন কত বন্দরে বন্দরে ফেলেছে নোঙর, মানুষের ভীড়ে তুমিও নিজেকে

কবিতা : প্রস্থান

সামান্য মুখরতা তবে আমাকেও করে নেয় বশ, এই ভ্রান্তি, এই রাতের আবেশ- কতোদূর উড়ে যাবে তবে শঙ্খচিলের ডানা? আমরাও নেমে যাই বণিক জাহাজে, পাল তোলো, বাতাস হাঁকিয়ে নেবে মাস্তুল ভরা মেঘে। বালিশের কোমলতা আজ বড়ো বেশি বেমানান মনে হয়, একগ্লাস জলের তারল্য আর কতোবার পান

কবিতা : অধিচিন্তাপ্রবাহ

যেই মুখ দেখে মনে আসে সুনিপুণ সেই চারুপরিহাস, শিল্পীর উন্নাসী চোখ খুঁজে ফেরে যেইভাবে নিরেট পাথরে শিল্পের অনাম্নী প্রতিমা, কতোটা সখ্যতা আছে সেইসব স্মৃতি বা স্বপ্নের বল্কলে? পাখি ও পতঙ্গের কথা বলি, বলি ফুলের সুবাস- দৃষ্টির সীমানায় কতোদূর গেলে তাকে দিগন্ত বলা যায়? আকাশ কতোটা

কবিতা : তমসাপ্রবঞ্চনা কাব্য থেকে নির্ব্বাচিত কবিতা

জ্যোৎস্না দর্শন এলাচের সুঘ্রাণ নিয়ে মাঠে-ইঁদুরের দেহের মতন আর্দ্র মাটীতে হেলে পড়ে চাঁদ, শীর্ণ পাতার ফাঁকে ফাঁকে ভেসে যায় পরিযায়ী মেঘ, বাতাসের সেকি আর্ত্ত-করুণ সুরে সুরে আমাদের অস্থী ও ত্বকে আঙুল বুলিয়ে যায় স্মৃতি, কাকে আর ডাকব বল? বহুদিন আগে মরে গেছে, শুকনা ঘাসের ওপর

কবিতা : অভিসার

সঞ্চরদধরসুধামধুরধ্বনিমুখরিতমোহনবংশম্ — জয়দেব (গীতগোবিন্দ/দ্বিতীয় সর্গ) এবার মলাট খুলে আমাকে পড় হে তুমি এমন উলট-পালট, দুনিয়া কাঁপানো সে এক প্রকট রাগিনী সুরে, আমাকেই উঠ গেয়ে। বাজো লো বাঁশির সুর বাজো তার ঠোঁটে, অধর অমৃত তার সুরে সুরে আলোড়িত আকাশে বাতাসে হায় ছুটে। একি অনটন, অনিশ স্বপন

কবিতা : নাচো হে ঘুঙুর জড়ানো সন্ধ্যা

নাচো হে ঘুঙুর জড়ানো সন্ধ্যা-নাচো সারসের চঞ্চুতে-সময়ের বিষাক্ত নিঃশ্বাসে মলিন হয়েছে চিঠি-কৃষ্ণআখর, যতোগুলো ধ্বনি আছে ধাতুর ঝংকারে, আছে ততোগুলো সুর, তবু কেনো থেমে আছে গান? ভেঙেছে সেতার? একেকটা তারা যেনো সরে যায় একেকটা চুম্বন থেকে দূরে, একেকটা যুদ্ধের ইতিহাস পড়ে থাকে ঘোড়াদের মৃত চোখে ফুলের