পতঙ্গ অভিলাষ আমাদের খুব চেনা,
বহুবিধ রঙে মুছে গেছে দৃষ্টির সমস্ত আলো;
তবু এই ডানা, এই মোমের আরক,
তুলে নিয়ে যাবে সেই প্রজ্জ্বলিত মোহরের টানে?
বহুদূর প্রসারিত সাগরের জল-
নীলাভ, কোমল-বুক পেতে আছে।
বারবার ফিরে আসি তাই গোলকধাঁধার পথে,
আমাদের করপুটজুড়ে প্রসারিত সর্পিল পরিহাস-
সেওতো দুর্বোধ্য নয় চিরকাল,
কেবলই উড়ে যাই তবু
পতনের আসন্ন ইশারাই মনে ধরে রেখে।

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ইকারুস — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *