যে ফুল ফোটে নি কখনোই, রাতের রহস্যে ঘেরা
পাখা আর পালকের কোমলতা, সুপ্রাচীন গ্রন্থের মতোই
কুমারী গোলাপ!
সাগরের নোনা জলে পুঞ্জীভূত ফেনায় ফেনায়
ভেসে আসে ঝিনুকের খোলসে আবৃত দেহ,
জীবনের অসীম ব্যাসার্ধ ঘিরে জেগে থাকে
ক্ষুধা আর প্রেমের পরিধি, আর তার সব সুর
পেরিয়ে গেলেই স্নায়ুর সমগ্র বিচ্ছেদ জুড়ে নেচে ওঠে
ঘুম আর স্বপ্নের সিম্ফনি!
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ভেনাসের স্তন — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।