গমন ॥ তানভীর আকন্দ
কী গভীর মন্থর এই চলা- বেড়ালের মত অলস ও দাম্ভিক, যতটা নৈঃশব্দ্য ধরে এই পদচারণায়, তার চেয়ে বেশী স্থিতির গিমিক, অবলা-অচল অহঙ্কারে ভেঙে পড়তে চায়; সাবধানে প্রসারিত হয় পথ, যেন প্রতিটি পায়ের আঘাতে মেপে দেখে, কতদূর স্পর্ধা পৃথিবীর নির্জন আহত বুকের ওপর নির্দ্বিধায় বয়ে যেতে…