কবিতা হাওয়াকলের ঘূর্ণনগতি

চেতনার ভারবিন্দু হতে ছুটে গেল সময়ের দুর্বিনীত শিখা,
সেইসব আদিম অভীক্ষা
জড় ও জীবনের মাঝে ঘুচিয়ে দিচ্ছে ব্যবধান,
তবু এক কণ্ঠস্বর হাওয়ায় ঘূর্ণি তোলে-চাকা ঘোরে,
গম পেষবার কলে পিষে যায় সমস্ত তিতীক্ষা হৃদয়ের।

আমরাও আমাদের তাবৎ ইন্দ্রিয় দিয়ে ঠেকিয়ে রাখি
নিজের সাথেই নিজের পরম দূরত্বটুকু…

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, হাওয়াকলের ঘূর্ণনগতি — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *