কবিতা হ্রদের গল্প ও অন্যান্য কবিতা

শব্দ আঁকি

টুকরা টুকরা দৃশ্যের বিশাল জীবন। তোমার নিদর্শন ছড়িয়ে আছে। ফুলের মত কুড়িয়ে সযত্নে রেখে দেই। প্রজাপতির রঙ্গীন পাখায় রঙের খেলা। আমার জীবন পুড়িয়ে উপলব্ধি করি তোমার প্রেম। মূলদ অমূলদের হিসাব মেলাতে পারিনি। সমীকরণের ফলাফল শেষে তোমায় পেয়েছি। ময়ুরের পালকের বৃত্তের রং ছড়িয়ে থাকে পেখম জুড়ে। রঙ্গীন জগতে আমরা কেন থাকব সাদা কাল। সুখ দুঃখ দিয়ে জপের মালা গাঁথি। পানি পাত্রে জলের মত আলাদা হয়ে থাকে। আমি এসেছি পানিতে জল মেশাবার জন্য। নক্সিকাঁথার ফোঁড়ের মত শব্দ আঁকি।

 

 

সভ্য যুগ

পাখী ওড়ে কা’র জন্য নীল আকাশে। এ শুধু সৌন্দর্য্য বর্দ্ধন নয় প্রকৃতির। ছানাগুলি নীড়ে অভুক্ত অপেক্ষায়। মানুষ পাখীর পার্থক্য গড়ে দেয় বুঝে। তোমার শ্রেষ্ঠত্ব কোথায় হে মানব? পিঁপড়ারা সুশৃঙ্খল নগরীর নাগরিক। তবে মানব তুমি কিসে মহান? মহানগরের বাসিন্দা বলেই আত্মগরিমায় ডুবে থাক। সারি সারি বিল্ডিং-এর মাঝে বন্ধী আমরা। নিজেদের কর্ম্মের শিকলে জীবাত্মা হাসফাস করে। বুদ্ধির সহিত অহম যুক্ত করে খুলে ফেলি মনের শিকল। সভ্য যুগে আমরা ভিতরে ভিতরে বড় অসভ্য হয়ে উঠ্ছি।

 

 

যাত্রাবাড়ী ফ্লাইওভার

খোলা আকাশের নীচে দাড়িয়ে রাতের মেঘ দেখি। তোমার চেহারা মনে আসতেই মেঘেরা তোমার মুখের মত হয়ে যায়। চাঁদের আলোতে সাদা বেলী ফুলের ঘ্রাণ আত্মায় সুগন্ধ ছড়ায়। সিঁড়িতে বসা সাদা বিড়ালের পিঠে হাত বুলিয়ে দিলে ও খুসী হয়। এই যে ছোট ছোট ঘটনা চোখের সামনে ঘটছে তাৎপর্য্য বুঝি না। মানুষকে কাছে ও দূর থেকে দেখি। দূরের মানুষ ভাল যেমন দূরের অথৈ সাগরের সী-গ্রীন রূপ। যাত্রাবাড়ী ফ্লাইওভারে না উঠলে বুঝ্‌তেই পারতাম না সবুজ কত ধরনের। গাছের মগডালে পাখীর বাসার ডিম দেখা যায়। নতুন জীবনের গল্প হয়ত এভাবেই শুরু হয়।

 

 

হ্রদের গল্প

কৃষ্ণচূড়ার ঝিরঝির পাতার ফাঁক দিয়ে রোদ ঝরে পড়ে। সবুজ পাতার সঙ্গে লাল কৃষ্ণচূড়া ফুল নীচে পড়ে আছে। শ্রাবণের বাতাসে দুলে উঠ্ছে হ্রদের পানি। লেকের পাড়ে বসা লোকদের ছায়া পড়েছে পানিতে। আলো ছায়া খেলা করছে ভাসমান পাতা নিয়ে। কত ইতিহাসের সাক্ষী এই হ্রদ। অনেক জীবনের গল্প শুনেছে এই লেক। কালচে পানি দুলতে দুলতে সেই গল্পগুলিই বলতে চায়। অপর পাড় দ্বীপের মত জেগে আছে। মাঝের সেতুই যোগাযোগ রক্ষা করছে দীর্ঘ দিন ধরে।

 

 

 

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, হ্রদের গল্প ও অন্যান্য কবিতা — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *