বঙ্গোপসাগরের তীরের বাসিন্দা হিসাবে আমাদের ভূখণ্ডের পরতে পরতে জমে থাকা ঐতিহ্যের প্রতি যদি বিনয়াবনত হৈতে না পারি, তাহা হৈলে আমাদের ঐতিহ্যমণ্ডিত সুরম্য সংস্কৃতির যেই ঐশ্বর্য্য, তাহার প্রতি আস্থা নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিক । যাপিত জীবনে বেড়ে ওঠার দিনগুলিতে আমাদেরকে সবচেয়ে বেশী আনন্দ দেয় যাহা, তাহা হৈল উৎসব। যেই অনিন্দ্য সুন্দর শুচি শুভ্র পবিত্র সময়ের কল্যাণে আমরা উৎসবের মাধ্যমে উৎযাপন করে এসেছি তাহা এই শবে বরাত। যেই উৎসব নিছক কোন হৈ হুল্লোড়ের মাধ্যমে উৎযাপনের ছিল না। ছিল না কোন নিছক সংকীর্ণমনা আয়োজনের। এইখানের প্রাণের প্রফুল্লতায় আমাদের মায়েরা বোনেরা লোকজ জীবনের যেই সারল্যতাকে ফুটিয়ে তুলিত, ইসলামবিধৌত এই সংস্কৃতির মাধ্যমে তাহার তুলনারহিত। সমাজবদ্ধ মানবের যেই যাপিত জীবন, তাহাতে সুখ দুঃখের মিশেলে যেই জীবন গড়ে ওঠে, তাহাতে প্রাণের ফোয়ারা বয়ে দেয়ার জন্যেই আসে শুচিময় শবে বরাত। স্থানীয় জনপদের জনগণের জীবনাচারে শুভ ও কল্যাণবোধের উদয়ের মাধ্যমেই যেই একটা সুখী, শান্তি, কল্যাণময় পরিবেশ গড়ে উঠিতে পারে এই বার্ত্তা দিয়ে যায় এই শবে বরাত। শবে বরাত মুসলিম বিশ্বের প্রায় জনপদের স্থানীয় সংস্কৃতির বৈচিত্র্যেকে ধারণ করে পালিত হয়। এই পালন করাটা নিছক লোক দেখানোর জন্য যেমন নয় তেমনি নয় কোন নব আবিষ্কার হিসাবে পালনে চর্চ্চা জনমানসের জীবনমানের ধারাবাহিক আত্মউন্নয়নে শবে বরাত যেমন তাৎপর্য্যপূর্ণ, তেমনি আত্মশক্তিতে বলিয়ান হয়ে সত্যের দিকে বাধভাঙ্গা ঢেউয়ের মত এগিয়ে যাওয়ার নকীব এই শবে বরাত। শিশুর উৎসবে, মা-বোনদের কল্যাণময় সহযোগিতার মাধ্যমে যাহা আমাদের ঘরে ঘরে আনন্দের খুসবু ছড়াইত।
শবে বরাতে ঘরে ঘরে হালুয়া-রুটির আয়োজন লোকজ সংস্কৃতিকে তুলে ধরে। সুন্দর সহজ আয়োজনের আমেজে দূর্ব্বলের প্রতি সদয় হয়ে জীবনকে অনন্তের পথে যাত্রার সুন্দর সহযোগী হয়ে ওঠে আমাদের শবে বরাত। লোকজ জীবনের আত্মিক উৎকর্ষতা বৃদ্ধি করিতে আমাদের পূর্ব্বসূরী মহাত্মারা কী চমৎকার সাংস্কৃতিক পরিবর্ত্তনের ধারা অব্যাহত রেখেছিলেন, তাহা ভাবিলে তাহাদের প্রতি শ্রদ্ধায় বিনয়াবনত না হয়ে পারি না।
আজ বাঙ্গালির হাযার বছরের ঐতিহ্যমন্ডিত এই দিনের ওপর ময়লার ভাগাড়ের প্রলেপ মাখাতে চায় এই জনপদের জনজীবনবিরোধী একটা মহল। যাপিত জীবনের সাথে মিশে থাকা আমাদের এই আত্মিক সংস্কৃতিকে যাহারা উপড়ে ফেলিতে চায়, তাহাদের সাথে সংস্কৃতিক লড়াইয়ে সার্ব্বক্ষনিক সংগ্রামে সচেষ্ট থাকার নীরব আহ্বান জানাচ্ছে শুচিময় শবে বরাত।
শবে বরাতের সার্ব্বজনীন শুভেচ্ছা। …
মেহেরুল হক আবীর রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত হিজিবিজি, শবে বরাতের সার্ব্বজনীন শুভেচ্ছা — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।