সহপাঠ
আহা সহপাঠী*
সহপাঠ আমার*
স্বাকারের ভিন্নতাটুকু
বৈরিতা ভেবে
(অনু)শীলন কর না বিচ্ছিন্নতাবাদ*
শরীরের খাঁদে রেখ না পুঁতে
আত্মঘাতী বিষ্পোরক**
পাঠ কর
তোমার সহপাঠির নামে*
আমরা দুজন আদি শূন্যের তাফছির*
দু’টা বুদবুদ*
একে অপরের সহপাঠ**
চল মুছে দিই
মুছে নিই*
বিশ্বাসের ক্ষত*
বঞ্চনার ইতিহাস*
মিলাই একাকারে**
নির্বিশেষ বিষয়ক একটা প্রস্তাবনা
ভালবেসে একবার
পাঠ কর অস্তিত্বের সারমর্ম*
পরাণের লৌহেমাহফুজে খুদিত আদর্শলিপি*
কেটে যাবে হারাবার ভয়*
দুজন দুজনকে পাব নির্বিশেষে* দেহাতীত পূর্ণতায়**
জানি* একদিন
নৈকট্য ভেদ করে প্রসারিত হবে দূরত্বের ক্ষত*
মদনের ছাই নাড়া দেবে দেহ*
সেই দিন*
অন্য বুকে বুক রেখে
মনে হবে*
এ ভূবন আজো আমিতুমিময়*
তোমারে ভুলিব না আমি*
তুমি মোরে ভুলিবে না নিশ্চয়**
একটুকরা (প্র)ভাবসূত্র
কেউ প্রভাবিত হও বা না হও* এ জীবন ঠিকি প্রভাবিত*
প্রিয় মুখচ্ছবি* প্রিয় কণ্ঠস্বর*
সমুদ্রের উচ্ছ্বাস* প্যারার নির্জনতা*
আকাশের আল্পনা* মাঠের চারুকলা*
আরো কত অবাক প্রচ্ছদ
গহীনে রেখে যায় ছায়াপাত*
আহা* জীবন এক অনিন্দ্য প্রভাবের নাম*
তুমি প্রভাবিত হও বা না হও*
আমি ঠিকি প্রভাবিত তোমার গুপ্ত ভূমিকায়**
জানি* দু’টা জীবন বৃত্তান্ত
কখনোই মিলিবে না সমানুপাতে*
চোখের ভিতর
আমিও পুষি অস্তিত্ববাদী চোখ*
তবুও (প্র)ভাবটুকু বাদ দিলে আমি আর কিছু নই**
বোধোদয় : সম্পর্ক পাতা
অবশেষে জেনেছি*
আমি একা নই*
চিবুক ছুঁয়ে আছে
আরো কিছু চিবুক*
আমার ভিতর কোষগুলা
খেলছে যৌথ জীবন জঙ্গমতা**
এই গ্রহ নক্ষত্র
ধূলিকণা*
আমরা এক অদ্বৈত সংখ্যার
বিস্মৃত উপাদান**
আমি শুধু আমি নই*
তুমি আমি* আমি তুমি
মিলেমিশে একাকার*
ভাবে (ভাব)নায়
আমাতে তোমাতে**
অবশেষে জেনেছি*
একা নয়
মানুষ
লোকে লোকান্তরে বয়
সম্পর্কের আন্তর্জাল**
অন্তহীনতার সংবাদ
একটু মরমিয়া চোখে তাকাও*
দেখ*
সব কিছু ঈশ্বরের মতই পরমার্থিক**
কেবল মাংসপিণ্ড নয় মানুষ*
সাড়ে তিন হাত ভূমিটুকু
ধরে রাখে ব্রহ্মাণ্ডের সমান অন্তঃহীনতা**
অমন যন্ত্রবাদী হয়ো না*
একটু সহজিয়া চোখে তাকাও*
যেমনটা তাকাত আমাদের বাউলিয়া চোখ*
দেখ*
জীবন শুধু টিকে থাকা নয়*
তার চেয়ে আরো কিছু বেশী**
মা আমার মাটির প্রতি মা
ঔঁ মা*
মা আমার*
শ্যামা*
লক্ষ্মী মা*
(মা)টি আমার*
তুমি মাটি* মাটি তুমি
মাটির (প্রতি)মা*
তোমারে সেবিব মাতৃতান্ত্রিক আচারে*
উপাচারে**
মা আমেনা*
হালেমা*
জাহের-এ খোদা*
চরণে দিই সিজদা* পড়ি নফল নামাজ**
ঔঁ মা*
মা আমার*
ফাতেমা*
মুছে দিও জহরের নীল*
জবাইয়ের দাগ*
কারবালার খরা**
সাঁকো ও পারাপারের ফজিলত
সাঁকোটা পার হলেই
পেরিয়ে যাব চিহ্নায়কের দূরত্বটুকু*
ভূবনগাঁয়ে*
অপার শূন্যতায়
একে অপরকে পাব*
একে অপরের হব**
সাঁকোটা ছুঁয়ে আছে
উৎসের মেঠোপথ*
গন্তব্যের সম্ভাবনা রেখা**
কতটা বিন্দু* কতটা রেখা*
ভেদে নয়*
অভেদেই মিলিবে পরম ঠিকানা*
চল
পারাপারে জেনে নিই*
বুমেরাং ব্যাকরণখানা**
ফিরে আসা বিষয়ক একটা সমীক্ষা
প্রাণটার আর
পাখী হবার সখ নাই*
কতজন কত ঠকিয়েছে
পণে বিপণনে
তবু তার মিটে নাই সাধ*
ফিরে ফিরে আসে
মানুষেরি কাছে*
আবেদনে নিবেদনে বাড়ায় চাহিদা রেখা**
দূরে গিয়ে* একা হয়ে
জেনেছে সে
মানুষের নৈকট্য ছাড়া মানুষ হারায় আত্মপরিচয়**
নিয়ন্ত্রণজনিত একটুখানি হাকীক্বত
চল নিয়ন্ত্রিত হই
একে অপরের মহিমায়*
যে কটা দৈহিক দিন
আমার দিকে তোমার*
তোমার দিকে আমার উদ্যত ফণা *
ভালবেসে নিয়ন্ত্রণ করি
একে অপরের ভয়াবহতা*
একদিন আধারের গ্রহণ
হৈবে অবসান*
লীন হব আবার দোহে অদ্বৈত আধেয়**
দ্বীপ দিদার রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, সহপাঠ ও অন্যান্য কবিতা — লেখক নির্দ্ধারিত বানান রীতিতে সম্পাদিত।