আবার প্রথম থেকে, নতুন করে লিখছি পুরোটা।
বিগত সময়ের কর্ম্মকে কেটেকুটে, ব্যাপক
কাটাকাটি হলেও নূতনে রয়েছে ছাপ, পুরানের।

চিহ্নিত হচ্ছে ধীরে না-লেখা কলম, তেলের কাগজ।
তা-হোক, তবু আবিষ্কৃত হোক প্রকৃত যাপন…

আদিম শ্রমিক আমি; মেশিন চালাই।
মেশিনে লুকানো আছে পুঁজির জিন
চালাতে চালাতে দেখি আমিই মেশিন!

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, মেশিন — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *